রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছে বিএনপি: ইনু

মুক্তবার্তা ডেস্ক: রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বিএনপির এই ‘রাজনীতি’র কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।

শনিবার সকালে কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

‘রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো আত্মঘাতী হবে’ বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের সমালোচনা করেন ইনু।  তিনি বলেন, ‘বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন তারা বাংলাদেশের ক্ষতি করছেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। সুতরাং রোহিঙ্গারা ভাসানচরে যাক বা অন্য জেলাতে পুনর্বাসনে যাক সেটার জন্য প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

 

Related posts

Leave a Comment