মুক্তবার্তা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আগামীকাল রবিবার কক্সবাজার যাচ্ছেন। সেখানে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এছাড়া তিনি রোহিঙ্গা জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন এবং তাদের পালিয়ে আসার কাহিনি শুনবেন।
বাংলাদেশ নেভির একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি হামিদ পরদিন সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়াম (আইওএনএস)-এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার (আইএমএমএসএআরএফইএক্স-২০১৭) উদ্বোধন করবেন।
তিনি জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান, নয়টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি পরদিন বিকালে বঙ্গভবনে ফিরবেন।