মুক্তবার্তা ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকউরিটি কোর্সের সমাপণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গা দমনে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে শুরু হয় দমন-পীড়ন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বাঙালি বলে মিয়ানমার সেনাপ্রধান যে দাবি করেছেন সে ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি ইতিহাসকে অস্বীকার করে, সেটি হবে সত্যের অপলাপ। ঐতিহাসিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।’
রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনার জন্য ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘সফরকালে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আমরা সে দেশের সরকারকে অনুরোধ করবো। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে সেজন্য তাদের সাথে আলোচনা করব।’