কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। গতকাল সোমবার রাতে পরীক্ষামূলকভাবে নিবন্ধন শুরু হলেও আজ মঙ্গলবার থেকেই মূলত এর কার্যক্রম শুরু হয়।
এ জন্য উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে খোলা হয়েছে বায়োমেট্রিক নিবন্ধন কেন্দ্র।
নিবন্ধনের প্রকল্পটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান জানিয়েছেন, ব্যক্তিগত তথ্যসহ তিন ধরনের প্রক্রিয়া চলছে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের কার্যক্রমে।
তিনি বলেন, এরই মধ্যে ২০ জন রোহিঙ্গার নিবন্ধন কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া আটজনকে দেওয়া হয়েছে পরিচয়পত্র।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত তিন লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।