মুক্তবার্তা ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমে তথ্য সরবরাহ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিডিয়া সেল গঠন করা হচ্ছে। খবর বাসসের।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রতিদিন বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে এই মিডিয়া সেল থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিং করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে এই মিডিয়া সেল কার্যক্রম শুরু করবে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুন-অর-রশীদ আজ জানান।
একইসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সাংবাদিকদের গাইড করার জন্য বিমানবন্দরে একটি হেল্প লাইন চালু করারও তথ্য দেন তিনি।
রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মামুন-অর-রশীদ বলেন, ‘সময় পরিবর্তনের সাথে সাথে শরণার্থীদের বিভিন্ন চাহিদার বিষয়গুলোও সামনে চলে আসছে। সে সব সমস্যার সমাধান, সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমে সংবাদ সরবরাহের জন্যই এই মিডিয়া সেল।’