মুক্তবার্তা ডেস্ক:চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাতালগঞ্জের বাসা থেকে তুলে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুকে (৪৫) মাথায় গুলি করে হত্যার প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় হরতাল আহ্বান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
চট্টগ্রাম নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী সিরাজ জানান, বৃহস্পতিবার বিকালে নুরু হত্যাকাণ্ডের প্রতিবাদে নাসিমন ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। নগর উত্তর-দক্ষিণ জেলা ছাত্রদলের যৌথভাবে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে বলে জানান তিনি। এছাড়া আগামীকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর ও জেলার প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বুধবার রাতে নগরীর চকবাজার বাসা থেকে পুলিশ পরিচয় দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যায় সশস্ত্র টিম কয়েকজন সাদাপোষাকের লোক।
পরে বৃহস্পতিবার রাউজানের বাঘোয়ান ইউনিয়নের খেলারঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।