মুক্তবার্তা ডেস্ক: পাঁচটি ব্যালন ডি’অর জেতা ক্রিশ্চিয়ানো রোনানদোকে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার বললেন জিনেদিন জিদান৷
ফরাসী কিংবদন্তি জিদান বলেন,‘পরিসংখ্যানের দিকে তাকালে রোনাল্ডোর ধারে কাছে কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ ওর রেকর্ডই ওর হয়ে কথা বলছে৷ ও কি করেছে সেটা সবাই জানে৷ তবে আমি নিশ্চিত, এখনও অনেক কিছু পাওয়া বাকি রয়েছে ওর কাছ থেকে৷’
রিয়াল মাদ্রিদে রোনালদো অবস্থান নিয়ে জিদান বলেন,‘আমি ওকে চিরকালের জন্য রিয়ালে দেখতে চাইব৷ রোনালদো নিজেও রিয়ালে খুশি রয়েছে৷ এখানেই নিজের ক্যারিয়ার শেষ করতে চায় ও৷ এর পরেও ওকে আলাদাভাবে বর্ণনা করার কিছু নেই৷ ক্লাবকে এতদিনে রোনালদো যেটা দিয়ে এসেছে, তা এককথায় অনবদ্য৷ একজন ফুটবলার কুড়ি বছর দাপিয়ে খেলার পরেও যখন নিজের প্রাপ্তিতে সন্তুষ্ট হয় না, তখন বোঝা যায় যে, অবসরের আগে সে নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে চাইছে ক্যারিয়ারকে৷’