রোনালদোর জোড়া গোলে রিয়ালের শিরোপা জয়

মুক্তবার্তা ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পারফরমেন্সে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচে ৪-১ গোলে জুভেন্টাসকে হারিয়ে ১২তম ইউরোপ সেরার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সেই সাথে জিদানের অধীনে টানা দু’বছর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়লো স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ ১৯৮৯ ও ৯০ সালে টানা দু’বার শিরোপা জিতেছিল এসি মিলান।

রিয়ালের হয়ে আরো দুটি গোল করেছেন ক্যাসিমিরো ও মার্কো আসেনসিও। অন্যদিকে জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ।

কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে প্রচণ্ড চাপিয়ে রেখে খেলেছে জুভেন্টাস। ম্যাচের প্রথম ১০ মিনিটেই জুভেন্টাসের দুর্দান্ত দুটি আক্রমণ ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কেইলর নাভাস।

ম্যাচের ২০ মিনিটে দানিয়াল কার্ভাহালের সাথে অসাধারণ এক কম্বিনেশনে ডি বক্সের ভিতর থেকে বাঁকানো এক শটে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালকে লিড এনে দেন। এটাই ছিল চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ৫০০তম গোল। সেই সাথে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের তিন ফাইনালে গোলের দেখা পেলেন এই পর্তুগিজ যুবরাজ।

তবে জুভেন্টাস সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি। গুনে গুনে ৭ মিনিট পর হিগুয়েইন বাড়ানো বল মারিও মানজুকিচ বুক দিয়ে রিসিভ করে চোখ জুড়ানো এক বাই সাইকেল কিক করে দলকে সমতায় আনেন। এরপর আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। তবে প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে এবার জুভেন্টাসকে চাপে ধরে রিয়াল। ৬১ মিনিটে ডি বক্সের অনেক বাহির থেকে ক্যাসিমিরোর দুর্দান্ত এক শটে আরো একবার লিড নেয় রিয়াল মাদ্রিদ। তবে এই শটটি মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় সামি খেদিরার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

এর তিন মিনিট পরেই রোনালদো করেন আরেকটি গোল। ডান দিক দিয়ে লুকা মদ্রিচ বল নিয়ে ডি বক্সে ঢুকে ক্রস করেন রোনালদোর উদ্দেশ্যে। আর তা থেকেই দলের তিন নম্বর গোলটি করেন এই পর্তুগিজ তারকা। আর এই গোল করেই এবারের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের (১২) মালিক হন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এরপরে খেলায় আর ফিরতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। ৮৪ মিনিটে হুয়ান কুয়াদ্রাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে শুধু হতাশাই বাড়ে জুভেন্টাসের। আর খেলার শেষ মিনিটে রিয়ালের হয়ে শেষ পেরেকটি ঠুকেন বদলি নামা মার্কো আসেনসিও। মার্সেলোর পাস থেকে সহজ এই গোলের পর শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ।

Related posts

Leave a Comment