মুক্তবার্তা ডেস্ক:আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২০৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। লিজেন্ড অব রূপগঞ্জের উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ। খাদের কিনারে পড়া দলটিকে টেনে তোলেন মুশফিকুর রহীম। ওই ম্যাচে নাঈম ইসলামকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে গড়েন তিনি। দলকে ৪ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। রূপগঞ্জ অধিনায়ক খেলেছিলেন অপরাজিত ৭৫ রানের ইনিংস।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ রোববার মুশফিক ও নাঈমের পারফরম্যান্স আরও উজ্জ্বল। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পেয়েছে রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুশফিকের দল তুলেছে ৩০৫ রান।