মুক্তবার্তা ডেস্ক:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান জোনের পরিদর্শক ওয়াবদুল কবির বলেছেন, ‘দ্য রেইন ট্রি’ হোটেলের বিরুদ্ধে মাদক বিক্রি ও বার পরিচালনার অভিযোগ ছিল। আমরা সে কারণে পরিদর্শন করেছি। তল্লাশি চালিয়ে আমরা হোটেলটিতে অ্যালকোহল জাতীয় কিছু পাইনি। তবে যেহেতু অভিযোগ উঠেছে সে কারণে আমরা হোটেলটির উপর নজরদারি রাখবো।
দুই তরুনী ধর্ষণের ঘটনায় আলোচিত বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি।
এর আগে শনিবার বেলা সোয়া ১১টার দিকে গুলশান জোনের পরিদর্শক ওয়াবদুল কবিরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল হোটেলটি পরিদর্শনে যায়।
হোটেলে কোনো মাদকদ্রব্য আছে কি না সে বিষয়টি তারা খতিয়ে দেখার কথা জানান তিনি।