মুক্তবার্তা ডেস্ক:রুবেলের পর এবার ভারতীয় শিবিরে আঘাত হানলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। ৭ম ওভারে বল করতে এসে প্রথম বলেই ২১ বলে ১১ রান করা রাহানে কে ক্লিন বোল্ড করেন মোস্তাফিজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ২৪ রান।
এর আগে ইনিংসের ২য় ওভারে ভারতের ওপেনার রোহিত শর্মাকে বোল্ড আউট করে ফেরান রুবেল হোসেন। দ্বিতীয় ওভারে বলে এসে নিজের প্রথম বলেই ৩ বলে ১ রান করা রোহিতকে বোল্ড করেন রুবেল।
পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ভারতের বিপক্ষে লন্ডনের কেনিংটন ওভালে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে শুধুমাত্র প্রস্তুতি ম্যাচ হলেও এটিকে অত্যন্ত গুরুত্বের সাথেই দেখছে দু’দলই।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে খেলছেন না মাশরাফি বিন মোর্তুজা।