মুক্তবার্তা ডেস্কঃ লা লিগায় সেভিয়ার ঘরের মাঠে চলতি মৌসুমের প্রথম হারের স্বাধ পেল রিয়াল মাদ্রিদ। বুধবারের ম্যাচটিতে স্বাগতিকদের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হারল হুলেন লোপেতেগির দল।
এই নিয়ে স্পেন সেরা আসরে সেভিয়ার কাছে দ্বিতীয়বারের মত পরাজয় মেনে নিতে হলো চ্যাম্পিয়ন্স লিগ সেরাদের। এর আগে গত বছর মে মাসে তাদের কাছে ৩-২ গোলে হেরেছিল মাদ্রিদ ক্লাবটি।
এদিন ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল রিয়াল মাদ্রিদ। ফিফার বর্ষসেরা লুকা মদ্রিচও পারেননি নিজের ফর্ম দেখাতে। দলের বাকিদের অবস্থাও একই রকম ছিল। ম্যাচের বেশি সময় ধরে বল নিজেদের দখলে রেখেও উল্টো প্রথমার্ধেই তিন গোল খেয়ে বসে রিয়াল।
ম্যাচের ১৭তম মিনিটে সেভিয়াকে প্রথম এগিয়ে নেয় আন্দ্রে সিলভা। চার মিনিটের মাথায় ব্যবধান আবারও দ্বিগুণ করেন এই পর্তুগিজ এই মিডফিল্ডার।
৩৯তম মিনিটে দলের তিন নম্বর গোল পেয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেভিয়া। দলের হয় গোল করেন বেন ইয়েদের। ভাসকেসের পাস পেয়ে জোরালো শটে বলটি ঠিকানায় পাঠান এই ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা তাদের রক্ষণ আগলে রাখে। যার জন্য ব্যবধান কমানোর কোনো সুযোগই পায়নি রামোস-মদ্রিচরা। ৩-০ গোলের বড় হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।
ছয় ম্যাচে চার জয় এবং এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক নম্বরে আছে বার্সেলোনা।