মুক্তবার্তা ডেস্ক:সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম স্কুলে বন্দুকধারীর গুলিতে দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। স্কুলটি উত্তর রিয়াদের আল নওফেল অঞ্চলে অবস্থিত।
কিংডম হোল্ডিংয়ের সিইও ও কিংডম স্কুলের চেয়ারম্যানের তালাল আল-মায়মনের টুইটার এবং দেশটির পুলিশের বরাত দিয়ে সৌদি ইংরেজি দৈনিক আরব নিউজ জানিয়েছে, চার বছর আগে উগ্র ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে স্কুলটি থেকে বরখাস্ত হওয়া এক শিক্ষক বুধবার দুপুরে স্কুলটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই স্কুলটির অধ্যক্ষ নিহত হন এবং অপর এক শিক্ষক এবং এক নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত শিক্ষকের মৃত্যু হয়।
আরব নিউজ আরও জানিয়েছে, রমজানের ছুটির কারণে ওই সময় স্কুলটিতে কোনো শিক্ষার্থী ছিল না। বন্দুকধারী ও নিহত শিক্ষকদের নামপরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশের ধারণা ঘাতক বন্দুকধারী স্কুলটির ভেতরে অবস্থান করছে। এজন্য স্কুলটি ঘিরে রেখেছে পুলিশ।