বরিশাল প্রতিনিধি: বরিশালে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদকে প্রধান আসামি করে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় জনগণের মালামালের ক্ষতি, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।
মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।