‘রায়ের পর্যবেক্ষণ প্রধান বিচারপতিকেই বাতিল করতে হবে’

মুক্তবার্তা ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন, ষোড়শ সংশোধনীর রায়ে দেওয়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতিকেই বাতিল করতে হবে। বুধবার বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নির্মাণ কাজ পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

নাসিম বলেন, ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণে মাননীয় প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন তা নিয়ে সারাদেশে ঝড় বইছে। পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে তারা নিজেরাই ছোট হয়ে গেছেন। মাননীয় প্রধান বিচারপতি অনুধাবন করতে পেরেছেন তিনি এই পর্যবেক্ষণ দ্বারা শুধু নিজেকেই বির্তকিত করেননি জাতীর জনককেও হেয় করার চেষ্টা করেছেন। তিনি যে অপ্রাসঙ্গিক রায় দিয়েছেন সেটি তাকেই সংশোধন বা বাতিলের উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, সংসদ আর বিচার বিভাগ যার যার অবস্থানে সার্বভৌম। কেউ এর সীমানা অতিক্রম করলে মানুষের কাছে বির্তকিত হবে।

ভবন পরিদর্শনের সময় নাসিম বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই কলেজের একাডেমিক ভবনসহ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ সম্পন হবে। আজকে শেখ হাসিনার নেত্বতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার মানেই উয়ন্ননের সরকার, অগ্রগতির সরকার, শান্তির সরকার। কাজেই শেখ হাসিনার এই উয়ন্ননের ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের লোগো উন্মোচিত করেন এবং ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মান্নানের প্রতিকৃতি উন্মোচন করেন।

Related posts

Leave a Comment