রানাকে জেলেই থাকতে হচ্ছে

মুক্তবার্তা ডেস্ক:মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল ৪ (ঘাটাইল) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

গত ৮মে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহর জন্য স্থগিত করেছিল আপিল বিভাগ।  আজ বৃহস্পতিবার স্থগিতাদেশ বহাল রেখেছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যর আপিল বেঞ্চ।

গত ১৩ এপ্রিল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেন আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে পরে রাষ্ট্রপক্ষ আপিলে যায়। সুপ্রিম কোর্টের অবকাশের সময়ে ১৬ এপ্রিল রানার জামিন তিন দিনের জন্য স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

পরে ১৮ এপ্রিল চেম্বার বিচারপতি স্থগিতাদেশের মেয়াদ ৮ মে পর্যন্ত বৃদ্ধি করে আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সেই হিসেবে সোমবার আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় আসলে রানার জামিন চার মাস স্থগিত করে আদেশ দেন।

Related posts

Leave a Comment