রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৩৯

রাজশাহী  প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতেখায়ের আলম জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন,  রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা নয়জন এবং শাহমখদুম থানা তিনজনকে আটক করেছে। এদের মধ্যে ১৮ জন পরোয়ানাভুক্ত আসামি, নয়জন মাদক বিক্রেতা। এছাড়া অন্যান্য অপরাধে আরও ১২ জনকে আটক করা হয়েছে।

অভিযানে বেশকিছু পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Related posts

Leave a Comment