রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মুক্তবার্তা ডেস্ক:রাজশাহী মহানগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাওছার হোসেন (৪৫)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের তিয়ারাপাড়া এলাকায়। র‍্যাবের দাবি, নিহত ওই ব্যক্তি ডাকাত। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ৫ এর (অপারেশন) এএসপি রমজান আলী বলেছেন, রাতে ওই এলাকা দিয়ে র‍্যাবের টহল দল যাচ্ছিল। এ সময় ‘ডাকাতেরা’ র‍্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে কাওছার আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসপি রমজান আলী আরও জানান, কাওছারের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, ম্যাগাজিন, হাঁসুয়া, ড্যাগার ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কাওছারের লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। বন্দুকযুদ্ধে তাদের দুজন সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

Related posts

Leave a Comment