রাজশাহীতে ইয়াবাসহ আটক ২

মুক্তবার্তা ডেস্ক:রাজশাহীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। রাজশাহী মহানগরীর মতিহার থানার দেওয়ানপাড়া ও জেলার চারঘাট উপজেলার শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চারঘাটের ধর্মহাটা গ্রামের সোলেমান শাহ্র ছেলে বাবু শাহ ও মতিহারের দেওয়ানপাড়ার ফাক্কার আলীর ছেলে শাহিন আলী । বাবুর কাছ থেকে ৫৯৪ পিস ও শাহিনের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর স্কোয়াড কমান্ডার রমজান আলী ফোর্স নিয়ে বুধবার বিকাল ৫টার দিকে বাবুকে আটক করেন। শাহিন চারঘাটের একজন বড় মাপের ইয়াবা বিক্রেতা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, থানার এএসআই সোহেল রানা ভোর ৫টার দিকে শাহিন আলীকে আটক করেন। এই দুই মাদক বিক্রেতাকে আটকের ঘটনায় চারঘাট ও মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা আলাদা মামলা হয়েছে।

Related posts

Leave a Comment