মুক্তবার্তা ডেস্ক:রাজবাড়ী জেলা বিএনপির নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক খন্দকার নুরুন্ন নেওয়াজকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তার নাম সুমন মন্ডল।
মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা শহরের বিনোদপুর লোকসেড এলাকায় এই ঘটনা ঘটে।
নুরুন্ন নেওয়াজ বিনোদপুর এলাকার বাসিন্দা। আটক সুমন জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর গ্রামের আয়নাল মন্ডলের ছেলে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এম এ খালেক জানান, জেলা শহরের রেল স্টেশন এলাকায় চেম্বারে রাজনৈতিক মিটিং শেষে রাত ১১টার দিকে বিনোদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন নুরুন্ন নেওয়াজ। লোকসেড এলাকায় সাবেক পৌর মেয়র হাবিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে যখম করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে আটক করে এবং আহত বিএনপি নেতাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, কে বা কারা কী কারণে তাকে কুপিয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। তবে আহত নুরুন্ন নেওয়াজ জানান, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, আটক সুমনকে জিজ্ঞাসাবা