রাজপথে কর্মসূচি পালনে সরকারের অনুমতি চাওয়া হবে না:গয়েশ্বর

মুক্তবার্তা ডেস্ক:রাজপথে কর্মসূচি পালনে আর সরকারের অনুমতি চাওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের ‘অবস্থা প্রতিবাদ কর্মসূচি’ ঘরোয়াভাবে পালন করার বিষয়ে তিনি বলেন, এই যাত্রায় সরকারকে মাফ করেছেন। ভবিষ্যতে তারা রাজপথে নামবেন আর সেটা ঠেকাতে পারবে না কেউ।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এই কর্মসূচি পালন করে বিএনপি। এদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

গত বৃহস্পতিবার ঘোষণা করা গ্যাসের বাড়তি দাম এরই মধ্যে কার্যকর হয়েছে। ১ মার্চ থেকে আবাসিকে দুই চুলার বিল হয়েছে ৮০০ টাকা। সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৮ টাকা। এরইভাবে বেড়েছে বাণিজ্যিক অন্যান্য সংযোগের বিল।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গত মঙ্গলবার রাজধানীতে আধাবেলা হরতাল করে বামপন্থী দল সিপিবি-বাসদ। বিএনপি এই কর্মসূচিতে সমর্থন জানালেও অংশ নেয়নি। একই দিন তারা আজকের এই কর্মসূচি ঘোষণা করে।

রাজধানীতে গত কয়েক মাসে বিএনপির ঘোষিত দুটি জনসভা হয়নি পুলিশ অনুমতি না দেয়ায়। প্রথমবার ৭ নভেম্বর এবং দ্বিতীয় জনসভাটি করার কথা ছিল ৭ জানুয়ারি। এরপর থেকেই নানা সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলে আসছেন, রাজনৈতিক কর্মসূচি পালনে আর তারা অনুমতির ধার ধারবেন না।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে যোগ দিয়ে গয়েশ্বর বলেন, ‘এইবারের মতো ক্ষমা করলাম। এরপর আর অনুমতি নিয়ে রুমের মধ্যে নয়, রাস্তায় নামবো।’

Related posts

Leave a Comment