‘রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা’

মুক্তবার্তা ডেস্ক: পণ্যমূল্য স্বাভাবিক এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে দ্বিতীয় দিনের মত বৈঠক করেছেন মন্ত্রীরা।

জেলা প্রশাসকদের বৈঠক শেষে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলার ১৪টি অপ্রচলিত পণ্য রফতানিতে ২০ শতাংশ সরকারি অর্থ সহায়তা দেয়া হবে। এর আগে সকাল পৌনে নয়টা থেকে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বৈঠক শেষে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের জন্য স্থান নির্ধারণ সমীক্ষার কাজ এ মাসের মধ্যেই শেষ হবে। সকাল থেকে পর্যায়ক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, জনপ্রশাসনমন্ত্রীসহ ৮ মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন জেলা প্রশাসকরা। এবারের ৩ দিনের ডিসি সম্মেলনকে মোট ২২টি অধিবেশন ও ১৮টি কার্য অধিবেশনে ভাগ করা হয়েছে।

Related posts

Leave a Comment