রাজধানী ঢাকার আরও ১১টি খাল উদ্ধারের নির্দেশ: শাজাহান খান

মুক্তবার্তা ডেস্ক: রাজধানী  ঢাকার আরও ১১টি খাল উদ্ধারের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে নদীর নাব্যতা ও স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের ৩৬তম সভায় এ নির্দেশ দেয়া হয়। সভা শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘রামচন্দ্রপুর খাল এবং কল্যাণপুর- খাল উদ্ধার করে এর উভয় পাশে ওয়াকওয়ে করেছি। খাল দুটি যাতে পুনর্দখল করতে না পারে সেজন্য ওয়াসাকে বলা হয়েছে। ১১টি খাল উদ্ধারের জন্য কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।’

জরিপ কাজ অব্যাহত থাকবে জানিয়ে শাজাহান খান বলেন, ‘জরিপ না থাকায় অনেক জায়গা অনেকে দখল করেছে। জরিপ শেষ হলে সারা দেশে পিলার স্থাপনের কাজ শুরু করব। ঢাকার চারপাশে চারটি নদীতে পিলার স্থাপনের কাজ শুরু করেছি।’

যে পিলারগুলো নিয়ে আপত্তি ছিল, সেগুলো যাচাই করে পুনঃস্থাপন করা হবে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment