রাজধানীর বাড্ডায় ভবনের ছাদে বাবা ও মেয়ের লাশ

মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের ময়নারবাগ এলাকায় একটি ভবনের ছাদ থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম। তিনি বলেন, ময়নারবাগ এলাকায় দুটো লাশ উদ্ধারের খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ‘বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নার বাগ এলাকার ওই বাড়িতে লোক পাঠিয়েছি। ওই ভবনের ছাদেও ঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। সেখানেই বাবা ও তার নয় বছর বয়সী মেয়ের লাশ পাওয়া গেছে।’

ওসি বলেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যেদের ধারণা, বাবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ।

পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে এবং মেয়েটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানিয়েছেন বাড্ডা থানার ওসি।

Related posts

Leave a Comment