মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর পল্লবী এলাকা থেকে ৯টি আগ্নেয়াস্ত্রসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ এর বিশেষ অভিযানে বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবু তালেব (৩৯), ইয়াছিন আলী (৪৬), আবু বাক্কার (৩৫), মোকলেছুর রহমান (৩৮), আব্দুর রাজ্জাক (৩৯), ছারোয়ার আলম (৩৩), হামিদুল ইসলাম (৩৬) ও মোরশেদুল ইসলাম (৩৪)। তাদের কাছ থেকে সাতটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি শটগান ও বিভিন্ন রঙের ৮৫ রাউন্ড (সিসা) কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১০ অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি একনলা বন্দুক লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র। বাকি আগ্নেয়াস্ত্রগুলো নওগাঁ জেলা থেকে লাইসেন্স করা হলেও আটকরা ঢাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার কাজে অবৈধভাবে ব্যবহার করে আসছিল।