রাজধানীরতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন আহত

মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে নিউমার্কেট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন চা বিক্রেতা রুবেল হোসেন ও হকার সোবহান মিয়া। এদের মধ্যে সোবহানের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাতে ঢাকা কলেজ পার হওয়ার পর নিউমার্কেট এলাকায় আসলে দুর্বৃত্তরা দুজনকে ছুরিকাঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

Related posts

Leave a Comment