মুক্তবার্তা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল। বৃহস্পতিবার বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই বিক্ষোভ বের করে যুবদল।
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মৎস্যভবনের সামনে থেকে বের হয়। কাকরাইল মোড়ে গিয়ে বিক্ষোভ শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ যুবদলের অসংখ্য নেতাকর্মী।