রাজধানীতে ব্যবসায়ীকে গুলি

মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর ওয়ারী থানা এলাকায় আসাদুজ্জামান জনি (৪৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। এ ঘটনায় সাইদুর রহমান নামে এক জাপান প্রবাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

গুলিতে আহত আসাদুজ্জামান জনি বংশাল এলাকায় স্যানিটারি পণ্যের ব্যবসা করেন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওয়ারী থানা এলাকার গোপী মোহন বাশক লেনের ৩২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে জাপান প্রবাসী সাইদুর রহমান ব্যবসায়ী জনিকে গুলি করেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, জনিকে গুলি করায় স্থানীয়রা সাইদুর রহমানকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করি। এ সময় তার কাছ থেকে লাইসেন্স করা একটি শটগান ও পিস্তল জব্দ করা হয়েছে।

সাইদুর রহমানের স্ত্রী শিউলী রহমান জানান, তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল।

Related posts

Leave a Comment