রাজধানীতে পার্কিং ব্যবস্থা ছাড়াই গড়ে উঠেছে বহুতল ভবন

মুক্তবার্তা ডেস্ক:পার্কিং ব্যবস্থা ছাড়াই রাজধানীতে গড়ে উঠেছে বহুতল অনেক ভবন। পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তা দখল করে গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এদিকে, বিল্ডিং কোড না মেনে নির্মিত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। অন্যদিকে, অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা।

রাজউকের ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ করতে হলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। ভবনের আয়তন অনুযায়ী গাড়ি পার্কিংয়ের জায়গা আইনে নির্দিষ্ট করা থাকলেও কোন কোন ভবনের নকশায় পার্কিং ব্যবস্থা নেই। আবার নকশায় থাকলেও বাস্তবে কোন কোন বহুতল ভবনের পার্কিংয়ের জায়গায় তৈরি করা হয়েছে দোকান-পাট। এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক সময় রাজউককেই হতে হয় মামলার মুখোমুখি। তবে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে বলে জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘যেবব শপিং কমপ্লেক্স বা অ্যাপার্টমেন্ট যেগুলো অনুমোদন নিচ্ছে যদি সেখানে দেখানো থাকে যে পার্কিং হবে তাহলে সেখানে পার্কিং করা উচিৎ। এটা উদ্ধার করা উচিৎ। আমরা এ বিষয়ে পদক্ষেপ নেবো, নিচ্ছিও কিছু কিছু।

যানজট নিরসনে শপিংমলগুলোর সামনে পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা রাখার পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিক পুলিশের সর্বদা নজরদারির প্রতি গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।

Related posts

Leave a Comment