মুক্তবার্তা ডেস্ক:অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আমিরুল হায়দার চৌধুরী এই আদেশ দেন। একই সঙ্গে তার জামিনের আবেদনও নাকচ করেন আদালত।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।
পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. সাইদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদনের ওপর শুনানি করেন।
মামলায় বলা হয়, এমদাদুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত ৮৭ লাখ ৪৪০ টাকা সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৫৬১ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।