রাঙ্গামাটিতে বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলি উপজেলায় অপহরণের পর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দিপুময় চঞ্চঙ্গ্যার তালুকদারের (৪০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিরোমাইল পাঁচেরজঙ্গল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজস্থলি থানার ওসি মফজল আহমেদ জানান, মঙ্গলবার বিকালে বিএনপি নেতা চেয়ারম্যান দিপুময় চঞ্চঙ্গ্যার তালুকদারকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজস্থলি উপজেলার জিরোমাইল পাঁচেরজঙ্গলে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত দিপুময় চঞ্চঙ্গ্যার তালুকদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রাজনৌতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

Related posts

Leave a Comment