রাঙ্গামাটিতে অস্ত্রসহ যুবক আটক

মুক্তবার্তা ডেস্কঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মেদেনীপুর এলাকায় মৎস্য ব্যবসায়ীদের বিভিন্ন নৌকা থেকে চাঁদা আদায়ের সময় বিকম চাকমা (২৫) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে রাতে তার দেখানো স্থান হতে একটি এলজি ও ২ রাউন্ড ৯ এমএম অ্যামুনিশন উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related posts

Leave a Comment