মুক্তবার্তা ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সেনা মোতায়েন করা হয়েছে, যার ফলে আরো সাড়ে তিন হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রোহিঙ্গা নেতাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।
গত ১২ আগস্ট রাখাইন রাজ্যে নিরাপত্তা বাড়াতে কয়েকশ সেনা মোতায়েন করে দেশটির সরকার। ব্যাপক ধরপাকড়ের আশংকায় রোহিঙ্গারা নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নিতে শুরু করে। গত ১১ দিনে ৭০০ পরিবারের সাড়ে তিন হাজার রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড জানিয়েছে, চলতি সপ্তাহে শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে তারা।
এ বিষয়ে রোহিঙ্গা নেতা আবদুল খালেক বলেন, রাখাইনের গ্রাম থেকে পালিয়ে শুধু বালুখালী ক্যাম্পেই এসেছে তিন হাজারের মতো রোহিঙ্গা। অন্য আরেক ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, গত ১১ দিনে প্রায় ৭০০ পরিবার বাংলাদেশে এসেছে। থাকার জায়গা না থাকায় তাদের অনেকেই দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে।
অন্যদিকে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সমালোচনা করেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংঘি লি। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতন জাতিগতভাবে র্নিমূল করার চেষ্টা বলে অভিযোগ করে আসছে জাতিসংঘ।