রাখাইন পরিদর্শনের অনুমতি পেলেন ২০ কূটনীতিক

মুক্তবার্তা ডেস্ক: বিদেশি কূটনীতিকদের রাখাইন রাজ্যে পরিদর্শন করতে দেওয়ার ব্যাপারে নেতিবাচক অবস্থান থেকে অবশেষে সরে এসেছে মিয়ানমার সরকার। আন্তর্জাতিক চাপের মুখে গতকাল সোমবার রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতা পরবর্তী অবস্থা প্রত্যক্ষ করতে জাতিসংঘ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রদূতদের রাখাইন রাজ্যে নিয়ে যাওয়া হয়।

এসময় তাদেরকে রাথেডং ও মংডু জেলার কয়েকটি এলাকা ঘুরিয়ে দেখানো হয়।

পরিদর্শনের সময় নির্যাতিতদের সাথে কথা বলেন কূটনীতিকরা। সফর শেষে কূটনীতিকরা, রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধ ও মানবিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া, দাতা সংস্থাগুলো যেন ত্রাণ নিয়ে রাখাইন রাজ্যে যেতে পারে সে ব্যবস্থারও আহ্বান জানান তাঁরা।

এদিকে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াত আয়ে। গতকাল সোমবার জাতিসংঘ শরণার্থী সংস্থার নির্বাহী কমিটির আয়োজিত একটি বৈঠকে একথা বলেন তিনি। ১৯৯৩ সালে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যকার চুক্তির ভিত্তিতে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, “যে কোনো সময় এই প্রক্রিয়া শুরু হবে।”

Related posts

Leave a Comment