রাখাইনে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: জাপানের প্রধানমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক: রাখাইনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

সোমবার টোকিওতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

অ্যাবে আরো বলেন, তিনি আশা করেন, স্বতন্ত্র তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে মিয়ানমার সরকার ও সেনাবাহিনী।
জবাবে সু চি জানিয়েছেন, এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি কোনও দ্বিধা করবেন না।

Related posts

Leave a Comment