মুক্তবার্তা ডেস্ক: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে জঙ্গি হামলার বিষয়টি নাকচ করে দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, দেশে এখন জঙ্গিদের তৎপরতা নেই। সম্প্রতি ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তাণ্ডবের ঘটনায় এ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, রসিক নির্বাচনকে ঘিরে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করছি। নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি কেন্দ্রে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহার করা হতে পারে বলেও জানান তিনি।