মুক্তবার্তা ডেস্ক: উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তার (মুন্নু) অভাব সহজে পূরণ হওয়ার নয়।
যুক্তরাজ্যে অবস্থানরত খালেদা জিয়া মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ কথা বলেন।
এর আগে এদিন সকালে মৃত্যুবরণ করেন হারুনার রশিদ খান মুন্নু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মুন্নুকে একজন সৎ, আদর্শবান, কর্মনিষ্ঠ ও দক্ষ উদ্যোক্তা হিসেবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘মানবহিতৈষী সমাজসেবক হিসেবে তিনি (মুন্নু) বাংলাদেশের মানুষের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশ হারালো একজন যোগ্য সন্তানকে, যার অভাব সহজে পূরণ হবার নয়।’
মুন্নুর মৃত্যুতে তার শোকাহত পরিবার ও এলাকাবাসীর মতো তিনিও গভীরভাবে ব্যথিত বলে শোকবার্তায় উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসন।