রমজানের আগেই পণ্যের দাম বেড়ে যাচ্ছে

মুক্তবার্তা ডেস্ক:রমজান মাস আসতে বাকি আরও তিন সপ্তাহেরও বেশি। এই মাসে চাহিদা বেশি হয় এমন পণ্যের দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে-সরকারের এমন হুঁশিয়ারির মধ্যেই বেড়ে চলেছে রমজান পণ্য হিসেবে পরিচিত দ্রব্যগুলোর দাম।

রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে ছোলা, ডাল ও চিনির দাম।

সংযমের মাস রমজানে খাদ্যপণ্যের চাহিদা বেড়ে যায় অনেক। চাহিদাবিধির স্বাভাবিক গতি প্রকৃতির বিপরীতে বাংলাদেশে এই সময় দাম বৃদ্ধিও একটি স্বাভাবিক প্রবণতা। গত কয়েক বছর ধরে দেখা গেছে, রোজার আসার আগে আগে বেড়ে যায় দাম। তবে এবার দাম বৃদ্ধির ঘটনাটি ঘটছে আরও আগাম।

সরকার অবশ্য বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এমনও বলেছেন যে, দাম না বাড়ালে পুরষ্কার দেবে সরকার। ব্যবসায়ীরাও বলেছেন, রমজানে চাহিদা মেটাতে পর্যাপ্ত আমদানি করা হচ্ছে। কাজেই দাম বাড়বে না।

তবে এই ধরনের প্রতিশ্রুতি ব্যবসায়ীরা এর আগেও দিয়েছে। তবে কথা রাখেনি তারা। এবারও একই ধরনের ঘটনা ঘটছে।

Related posts

Leave a Comment