মুক্তবার্তা ডেস্ক:দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম মিয়া ডা. রাজীবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়ে রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামান করে দেশবাসীর দোয়া চেয়েছেন।