রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক এইচ. এম রাশেদুন্নবী জুয়েল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলে তাকে বহনকারী প্রাইভেটকারটি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই দুর্ঘটনা ঘটে।
রংপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সিরাজুম মুনির বাশার জানান, বুধবার রাতে রংপুর থেকে পাজেরো গাড়িতে করে জুয়েলসহ পাঁচজন ঢাকায় যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভুয়াপুর লিংক রোড এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ট্রাক ও পাজেরো জিপটি জব্দ করেছে পুলিশ। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।