যানজট না হওয়ার নিশ্চয়তা দিতে পারি না: কাদের

মুক্তবার্তা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কে যানজট হবে না এমন নিশ্চয়তা আমি দিতে পারি না। তবে আমরা সবসময় সতর্ক রয়েছি।’

মঙ্গলবার সকালে রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘মহসড়কে গতি ধীর হয়ে গেছে, তবে যানজট নেই। আজ থেকে সড়কে ভিড় আরও বাড়বে। প্রচুরসংখ্যক গাড়ি নামবে। এজন্য দায়িত্বপ্রাপ্ত সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘কোনোভাবেই পশুর হাট মহাসড়কে যেন না আসে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও ইজারদারকে নির্দেশ দেয়া হয়েছে। মহাসড়কের পাশে পশুর হাট থাকলে সেটি সড়ক ছেড়ে আলাদা জায়গায় করতে হবে। কিছু কিছু জায়গায় পশুর হাট মহাসড়কে করা হয়েছিল এগুলো সরিয়ে দেয়া হয়েছে।’

মন্ত্রী সাংবাদিকদের জানান, বন্যায় সড়ক মহাসড়কের মেরামতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রাস্তায় যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। কোথাও কোথাও পশুবাহী গাড়ি বিকল হওয়ার কারণে যানজট তৈরি হয়েছে।

এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা-পিরোজপুর রুটের দোলা পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের কাউন্টার বন্ধের নির্দেশ দিয়েছে বিআরটিএর মোবাইল কোর্ট।

মন্ত্রী বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলে বিআরটিএর ভিজিলেন্স টিমকে জানান।

পরিবহন মালিক শ্রমিকদের বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলেন মন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।

Related posts

Leave a Comment