মুক্তবার্তা ডেস্ক: যশোর পৌর কর্তৃপক্ষের কোটি কোটি টাকা ব্যয় কোন কাজে আসছে না। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হচ্ছে যশোর পৌরসভার দু’টি ওয়ার্ড। পানিবন্দি হয়ে পড়েছেন বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ। ভুক্তভোগীরা বলছেন, পানি নির্গমনের তিনটি পথ বন্ধ হওয়ায় তাদের দুর্দশা কাটছে না। তবে পৌর মেয়রের দাবি, পানি বের করার উদ্যোগ নেয়া হয়েছে।
যশোর শহরকে দুভাগে ভাগ করেছে মৃত ভৈরব নদ। ফলে শহরের উত্তর অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা এই নদকে ঘিরে। আর দক্ষিণ অংশের পানি নিষ্কাশন হয় পৌরসভার ৬ ও ৭ নাম্বার উপর দিয়ে গিয়ে হরিনার বিলে।
দক্ষিণ অংশের পানি নিষ্কাশনের জন্য গত ছয় সাত বছর ধরে কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ।
কিন্তু পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় তা দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। আধঘণ্টার বৃষ্টিতেই এই দুটি ওয়ার্ডের রাস্তাঘাট, বাড়িঘরসহ বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। আর বর্ষা মৌসুম জুড়ে চরম দুর্ভোগে পোহাতে হয় স্থানীয়দের।
স্থানীরা বলেন, ‘আমাদের সবার ঘরে এখন পানি। বৃষ্টি হলেই পানি ঢুকবে। ড্রেনের মাথাটা উঁচু আর রাস্তা নিচু পানি বেরোতে পারে না। পুরো পরিকল্পনায় ত্রুটি রয়ে গেছে।’
ভুক্তভোগীরা বলছেন পানি নির্গমনে তিনটি পথই রুদ্ধ হওয়ায় তাঁদের দুর্দশা কাটছে না।
তবে পৌর মেয়রের দাবি আগামী ৪-৫ মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে।