যশোরে স্ত্রী খুনে স্বামীর ফাঁসি

মুক্তবার্তা ডেস্ক:যশোরে স্ত্রী হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে তিতুমীর নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে তার এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়ার আইয়ুব আলীর ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি)ইদ্রিস আলী জানান, আব্দুল্লাহ সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনকে বিয়ের পর যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করে আসছিল। তার দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় প্রায়ই সালমাকে শারীরিকভাবে নির্যাতন করেন তিনি।

Related posts

Leave a Comment