‘যতো রকমের উপমা আছে তার সবটাই আলিয়ার জন্য’

মুক্তবার্তা ডেস্ক:বলিউড পাড়ায় ভাট পরিবারের দাপুটে বিচরণ নতুন কিছু নয়। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক কী নেই এই পরিবারে! আর ভাট কন্যা আলিয়া তো পুরো বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে। শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড অঙ্গনে পা রাখা আলিয়া এরই মধ্যে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন।

তবে হাইওয়েতে স্টকহোম সিনড্রোমে আক্রান্ত কিশোরীর চরিত্রে অভিনয় দিয়েই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবারে আলিয়া বন্দনায় মেতেছেন ‘আজহার’ অভিনেতা ইমরান হাশমি। নতুন একটি চলচ্চিত্র প্রযোজনা করছেন তিনি। সেখানেই আলিয়ার অভিনয়ে মুগ্ধ হাশমি তাকে বিস্ময় বলে মন্তব্য করেছেন।

হাশমি জানান, ‘আলিয়া অসাধারণ উঠতি অভিনয়শিল্পী। যতো রকমের উপমা আছে তার সবটাই তার জন্য প্রযোজ্য। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দেখতে পারিনি, তবে এখন তার অভিনয় দেখে মুগ্ধ হচ্ছি।’

বেনামি একটা চলচ্চিত্রের প্রযোজনা করছেন ইমরান হাশমি। চলচ্চিত্রটির মুক্তি সম্পর্কে তিনি জানান, ‘চলচ্চিত্রের চিত্রনাট্যের প্রয়োজনে যতোটা সময় দরকার তা দিতে হবে। এ জন্য যদি এ বছর পুরোটা লেগে যায় তাতেও কোনো আপত্তি নেই।’

তিনি মনে করেন, একজন অভিনেতার পক্ষে চলচ্চিত্রে নিজের দেয়ার জায়গাটা সীমিত। তবে একজন প্রযোজক যত্ন নিয়ে কোনো চলচ্চিত্রকে বিভিন্ন আকৃতি দিতে পারেন। তুলে ধরতে পারেন অনেক কিছুই। প্রযোজক হাশমি তার চলচ্চিত্রে কী তুলে ধরেন এবার সেটাই দেখার অপেক্ষায় বলিউডপ্রেমীরা।

Related posts

Leave a Comment