মুক্তবার্তা ডেস্ক:ময়মনসিংহে শহরের ট্রাংকপট্রি এলাকায় ফেনসিডিল ও মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-বিধু কর্মকার ও আব্দুল বারেক।
জেলা গোয়েরন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজি জানান, শহরের ট্রাংকপট্রি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল ও ভারতীয় ১০ বোতল মদ উদ্ধার করা হয়।
বিধু কর্মকারের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামে এবং আব্দুল বারেকের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী মায়াঘাষী গ্রামে ।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা পর আদালতে পাঠানো হয়েছে।