মুক্তবার্তা ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫ জন। এসময় আহত হন কমপক্ষে ২৫ জন। আজ শনিবার (২৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ২২ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা হলেন- মামুন (৩০), হাবিবুর (৭০), মহসিন (৪৫), এসাহাক (৩২), শামসুর (২২), শফিকুল(৩০),মিন্টু (৩৩), আলম (৩০), কামরুল (২৩), সেলিম (২৫), নাসির (২৪), মোর্শেদ (৩৮), এনামুল (৪০), মফিজুল (২২), আনোয়ার (১৯), মোমেনা (২৮), সালমা (২২), হাসিনা (২৯), মামুন (২২), রমজান (৪০), শহিদুল (৪৮) ও আব্দুল কাদের (৩০)। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে মুক্তাগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস ত্রিশালের রায়মনির চেলের ঘাট এলাকায় অপর বাসকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক শিশু ও এক নারী মারা গেছে। ফায়ারসার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা গুরুতর আহত ২২ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ত্রিশাল থানা কমপ্লেক্সে রাখা হয়েছে। বাসচালককে আটক করা যায়নি বলে জানান ওসি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। অতিরিক্ত গতির কারণেই চা