মুক্তবার্তা ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় এক মৎস সমিতির নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলা কায়েতপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে জিয়াউর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জিয়াউর রহমান কায়েতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কায়েতপাড়া বাওড়ের মৎস্যজীবী সমিতির সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, বাওড়ের পাহাড়াদাররা ঠিকমত ডিউটি করছে কিনা তা দেখার জন্য প্রতিদিন রাতে জিয়াউর রহমান বাওড়ে যেতেন। প্রতিদিনের মত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে বাওড়ের উদ্দেশ্যে বের হন। রাত ৩টার দিকে বাওড় থেকে বাড়ি ফেরার পথে ১০-১২ জনের সশস্ত্র একটি সন্ত্রাসী দল তাকে পাশের একটি ধান ক্ষেতে ধরে নিয়ে যায়। সেখানে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে লাশ ফেলে চলে যায় তারা।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, নিহত জিয়াউর রহমানের শরীরে ৫টি গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বাওড় সংক্রান্ত বিরোধের কারণেই তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এ হত্যার সাথে জড়িত সন্দেহে সেলিম নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।