মুক্তবার্তা ডেস্ক:বিকেএসপির চার নম্বর মাঠের গ্র্যান্ডস্ট্যান্ডে বসা দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের চোখ ছানাবড়া! মুখে বিস্ময়-‘একি দেখছি! রকিবুল একি ব্যাটিং করছে! এতকাল জানতাম, ওর ধৈর্য্য ও সংযম বেশি। দেখে খেলতে পারে। নিজের দিনে উইকেটের সামনে ও দু’দিকে স্ট্রোক প্লে‘র পর্যাপ্ত সামর্থ্যও রাখে; কিন্তু আজ এ কোন রকিবুলকে দেখছি! ওর ব্যাটের এত ধার, এমন তেজ তো দেখিনি কোনদিন!’
শুধু মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশারই নন। অতিবড় মোহামেডান আর রকিবুল ভক্তও অবাক! সবার মুখে একটাই কথা, ‘সতিই রকিবুলের এমন মারমুখি আর তেজোদ্দীপ্ত উইলোবাজি তো দেখিনি কখনো!’