মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তা উচ্চ মাত্রার জন্য প্রতিবেদন দিতে বলে আদালত

মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর স্থাপিত টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তা উচ্চ মাত্রার এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনটি আগামী মঙ্গলবারের মধ্যে হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের প্রেক্ষিতে বিটিআরসি কী পদক্ষেপ নিয়েছেন সেটিও মঙ্গলবারের মধ্যে জানাতে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চে বুধবার এ আদেশ দেন।

মোবাইল ফোনের টাওয়ারের তেজস্ক্রিয়তা নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এতে স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে নির্ণয়ে হাইকোর্টের নির্দেশনা চেয়ে আবেদন করে রিটকারীরা।
ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রেডিয়েশনের মাত্রা এবং এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে নির্দেশ। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে বিভিন্ন মোবাইল কোম্পানির কয়েকটি মোবাইল ফোন টাওয়ার পরিদর্শন করে তেজস্ক্রিয়তা বিষয়ে আদালতে একটি প্রতিবেদন দিতে বলে আদালত।

Related posts

Leave a Comment