মুক্তবার্তা ডেস্ক:সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বিতীয় দফায় করা বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে মেয়র আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। পরে আইনজীবী আবদুল হালিম স্থগিতাদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।